News71.com
 International
 09 Feb 19, 05:08 PM
 172           
 0
 09 Feb 19, 05:08 PM

ব্রাজিলে মাদক বিরোধী অভিযান॥সন্দেহভাজন ১৩জন নিহত

ব্রাজিলে মাদক বিরোধী অভিযান॥সন্দেহভাজন ১৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে সন্দেহভাজন ১৩ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তাদের কাছ থেকে বিপুল মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল শুক্রবার রিও ডি জেনেরোতে মাদক ব্যবসায়ীদের বহনকারী একটি গাড়ি আটকের চেষ্টা চালায় পুলিশ। এসময় ওই গাড়ি থেকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ১১জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় আরো দু'জন। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর বিপুল মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জেইর বোলসোনারো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন