News71.com
 International
 10 Feb 19, 06:48 AM
 187           
 0
 10 Feb 19, 06:48 AM

ইসরাইলকে থামাতে বললেন লেবাননের প্রধানমন্ত্রী॥  

ইসরাইলকে থামাতে বললেন লেবাননের প্রধানমন্ত্রী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিনিয়ত আগ্রাসন চালাচ্ছে। এটি বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ইশতেহার অনুযায়ী এ আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার স্টিফেন ডেল কোলর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইসরাইল প্রতিদিনই আমাদের আকাশ ও জলসীমা লঙ্ঘন করছে।

লেবানন নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করলেও ইসরাইল সেখানে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতি মোটেও ভালো নয়। ২০০৬ সালে লেবাননের সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই ইশতেহার অনুমোদন করে। ইশতেহারে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের যে কোনো আগ্রাসী পদক্ষেপকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইসরাইল নিরাপত্তা পরিষদের ওই ইশতেহারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক লেবাননের আকাশ, জল ও স্থলসীমা লঙ্ঘন করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন