News71.com
 International
 11 Feb 19, 06:39 AM
 133           
 0
 11 Feb 19, 06:39 AM

ইরাকের আইএস ঘাঁটি থেকে রাশিয়ায় ফিরেছে ২৭ শিশু।।

ইরাকের আইএস ঘাঁটি থেকে রাশিয়ায় ফিরেছে ২৭ শিশু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি থেকে ২৭ শিশু সদস্যের একটি দল রাশিয়ায় পৌঁছেছে। এই শিশুদের মায়েরা ইরাকে আটক রয়েছেন। আইএসের সঙ্গে সম্পৃক্ততার জন্য তাদের আটক করা হয়। গতকাল রবিবার মস্কোর কাছাকাছি রামেনস্কোয়ে বিমানবন্দরে পৌঁছেছে ওই শিশুরা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে জানানো হয়েছে, বাগদাদ থেকে ২৭ রাশিয়ান শিশুকে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত ডিসেম্বরে আরও ৩০ শিশুকে মস্কোয় ফেরত পাঠানো হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছে, আইএস এবং ইরাকি বাহিনীর মধ্যে তিন বছরের লড়াইয়ে এই শিশুদের বাবারা নিহত হয়েছে। এই শিশুদের বয়স চার থেকে ১৩ বছর। তারা রাশিয়ার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। বাবা-মায়েরা এই শিশুদের সঙ্গে নিয়ে ইরাকে আইএসে যোগ দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন