News71.com
 International
 11 Feb 19, 06:49 AM
 105           
 0
 11 Feb 19, 06:49 AM

তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র।।ভয়াবহ দাবানলে জ্বলছে নিউজিল্যান্ড

তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র।।ভয়াবহ দাবানলে জ্বলছে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ বৈরী আবহাওয়ার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। মৌসুমী শীতকালীন ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত। আর অন্যদিকে দাবানলে জ্বলছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে ভয়াবহ তুষারঝড়। পুরু বরফের আস্তরে ঢেকে গেছে রাস্তা-ঘাট, বাড়ির ছাদ, খেলার মাঠ, জলাশয়। এদের মধ্যে রাজধানী ওয়াশিংটনে ঝড়ের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তুষারঝড়ের কারণে জমা বরফের পরিমাণ সাম্প্রতিক সময়ের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলেও আশংকা করছেন আবহাওয়াবিদরা। মার্কিন আবহাওয়া দপ্তর আরও জানায়, চলতি সপ্তাহেই বেশ কয়েকটি ঝড় বয়ে যাবে যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলে। থাকবে তুষারপাত ও শৈত্যপ্রবাহ। সিয়াটলে এরইমধ্যে সাড়ে ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। বাতিল করা হয়েছে আড়াইশর বেশি ফ্লাইট। ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ৫০ হাজার মানুষ।

গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে আক্রান্ত হয়েছে নিউজিল্যান্ড। প্রাণহানি এড়াতে দক্ষিণের শহর নেলসনের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ছয় দিন আগে শুরু হওয়া দাবানল এখন ছড়িয়ে পড়েছে ওয়েকফিল্ড শহরে। এছাড়া তাসমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজিল্যন্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, দাবানল আক্রন্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন না তারা। আজ রবিবার শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছে এবং দাবানলে ক্ষয়ক্ষতি বাড়বে। বর্তমান দাবানলকে দেখা হচ্ছে ১৯৫৫ সালের পর নিউজিল্যান্ডের সবচেয়ে বিপর্যয়কর দাবানল হিসেবে। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ৩২ হেলিকপ্টার ও দুটি বিমান। নেলসনের এমপি স্মিথ বলেছেন, তার দ্বীপের ৭০ হাজার বাসিন্দা হুমকির মুখে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন