News71.com
 International
 11 Feb 19, 07:24 AM
 164           
 0
 11 Feb 19, 07:24 AM

এপ্রিলে পরমাণু ক্ষেত্রে অর্জিত বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরবে ইরান।।।  

এপ্রিলে পরমাণু ক্ষেত্রে অর্জিত বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরবে ইরান।।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৯ এপ্রিল পরমাণু ক্ষেত্রে অর্জিত বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরবে ইরান। এছাড়া দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধির ক্ষেত্রে এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউ পর্যন্ত উন্নীত করতে প্রস্তুত রয়েছে ইরান। গতকাল রবিবার একথা জানিয়েছেন ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান বেহরুজ কামালভান্দি। এছাড়া তিন থেকে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সব প্রস্তুতিও তাদের রয়েছে বলে জানিয়েছেন কামালভান্দি। রবিবার দেশটির একটি অনুষ্ঠানে একথা বলেন ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থার এই কর্মকর্তা।

 

গত বছর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে ইরান। কামালভান্দি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো প্রতিশ্রুতি লঙ্ঘন করলে আরাক রিঅ্যাক্টরকে আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে। এ বিষয়েও প্রস্তুতি রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে নতুন ধরণের যন্ত্র ব্যবহারের কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন