News71.com
 International
 12 Feb 19, 05:11 AM
 107           
 0
 12 Feb 19, 05:11 AM

ভারতীয় রাজনীতিতে রাজকীয় অভিষেক ইন্দিরা গান্ধীর নাতনী প্রিয়াঙ্কার॥  

ভারতীয় রাজনীতিতে রাজকীয় অভিষেক ইন্দিরা গান্ধীর নাতনী প্রিয়াঙ্কার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বোন ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখলেন। আগামী লোকসভা নির্বাচনে দলের নির্বাচনি প্রচারণার দেখভালের জন্য উত্তর প্রদেশ পৌঁছেছেন তিনি। আজ সোমবার বিকালে লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণের পর তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রিয়াঙ্কা কংগ্রেসের একজন অন্যতম সাধারণ সম্পাদক। তার দায়িত্ব রয়েছে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল। সেখানকার নির্বাচনি প্রচারণায় তিনিই হবেন কংগ্রেসের মূল ব্যক্তি। গত মাসে রাহুল তার বোন প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশ ইস্টের জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক নিয়োগ করেন, যা অনেককেই বিস্মিত করেছিল সেই সময়।

আজ সোমবার লক্ষ্ণৌতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন রাহুল গান্ধী এবং উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রিয়াঙ্কাকে বহনকারী গাড়ি যখন এগোচ্ছিল, তখন কর্মী-সমর্থকদের মধ্যে সেলফি তোলার ধুম পড়ে যায়। বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার মিছিল শেষে যখন তাদের গাড়ি লক্ষ্ণৌ শহরে পৌঁছায় তখন তাদেরকে বরণ করে নেওয়া হয় গাদা ও গোলাপ ফুল দিয়ে। উত্তর প্রদেশেই লোকসভায় সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে। গত লোকসভা নির্বাচনে প্রদেশটিতে প্রায় ভূমিধস বিজয় পায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু প্রাদেশিক পরিষদের নির্বাচনে গত বছর বিজেপি অনেকগুলো আসন হারিয়েছে। কৃষকদের অসন্তোষ ও কর্মসংস্থানের নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি না হওয়ায় বিজেপির জনপ্রিয়তা কমেছে উত্তর প্রদেশে। কংগ্রেস মনে করে, এই সুযোগে তারা উত্তর প্রদেশের ভোটারদের সমর্থন লাভ করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন