News71.com
 International
 12 Feb 19, 05:12 AM
 107           
 0
 12 Feb 19, 05:12 AM

মিয়ানমার সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে॥অ্যামেনেস্টি

মিয়ানমার সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে॥অ্যামেনেস্টি

আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইনে সম্প্রতি শুরু হওয়া বিদ্রোহী বিরোধী অভিযানে মানবাধিকার লঙ্ঘন করছে মিয়ানমার সেনাবাহিনী। তদন্ত প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। আজ সোমবার একটি বিবৃতিতে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে বিদ্রোহী আরাকান আর্মিদের বিরুদ্ধে চালানো অভিযানে ধরপাকড় বৃদ্ধি করা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী বিভিন্ন গ্রামে আক্রমণ চালাচ্ছে। গ্রামবাসীদের খাবার এবং মানবিক সহায়তা পেতে বাধা সৃষ্টি করছে।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানায় আরও জানায়, আরাকান বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী গ্রামবাসীদের ওপর অস্পষ্ট এবং দমনমূলক আইন ব্যবহার করছে। এদিকে মিয়ানমার সরকারের পক্ষ থেকে অ্যামেনেস্টির এ প্রতিবেদনের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত গত জানুয়ারিতে আরাকান আর্মি ১৩ জন পুলিশকে হত্যার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। বিদ্রোহী আরাকান আর্মি একটি দল যারা রাখাইনের স্বায়ত্বশাসনের দাবিতে সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির এই বিরোধের কারণে প্রায় ১৫০ জন বৌদ্ধ শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন