News71.com
 International
 12 Feb 19, 04:40 PM
 187           
 0
 12 Feb 19, 04:40 PM

ইয়েমেন যুদ্ধে সৌদি জোটেরই সাথে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥  

ইয়েমেন যুদ্ধে সৌদি জোটেরই সাথে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করতে কোনোভাবেই রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা বন্ধের জন্য মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও কতিপয় রিপাবলিকান সদস্যের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও গতকাল সোমবার ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে ভেটো প্রদানের হুমকি দিয়েছে। ট্রাম্পের ভেটো উপেক্ষা করে প্রস্তাবটিকে কংগ্রেসে পাস করাতে হলে দুই কক্ষেই দুই তৃতীয়াংশ ভোট নিশ্চিত করতে হবে ডেমোক্র্যাটদের। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সিনেট এখনও রিপাবলিকানদের দখলে। ইয়েমেনে মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ এবং সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে রিয়াদকে কড়া বার্তা প্রদানের উদ্যোগ নিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এর মধ্যে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজ দলের আইনপ্রণেতারাও আছেন। গত বছরের ডিসেম্বরে যুদ্ধ ক্ষমতা নামক এ সংক্রান্ত একটি সমাধান প্রস্তাব পাস করেছিল রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট।

 

রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব নিয়ে ভোটাভুটিই করতে দেওয়া হয়নি। তবে মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে এখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। দুই সপ্তাহ আগে প্রস্তাবটি কংগ্রেসে নতুন করে উত্থাপন করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই প্রস্তাবটি অযথার্থ। কারণ হিসেবে বলা হয়, ইয়েমেন যুদ্ধে মার্কিন বাহিনী শুধু বিমানের জ্বালানি ও অন্য সহায়তা দিচ্ছে, তারা সরাসরি যুদ্ধ করছে না। ট্রাম্প প্রশাসন আরও মনে করে, প্রস্তাবটি অনুমোদন করা হলে তা ওই অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং জঙ্গিবাদের বিস্তার রোধে মার্কিন সক্ষমতা ক্ষুণ্ন হবে। জামাল খাশোগি হত্যার ঘটনায় শুক্রবারের সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারায় হোয়াইট হাউসের বিরুদ্ধে কংগ্রেসের অনেক সদস্যই ক্ষুব্ধ। এমনকি এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের আইনপ্রণেতারাও রয়েছেন। ডেমোক্র্যাটরা মনে করেন, যুদ্ধ ক্ষমতা নামক সমাধান প্রস্তাবটি পাস হলে বিদেশি সংঘাতে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া না দেওয়ার সাংবিধানিক এখতিয়ার পাবে কংগ্রেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন