News71.com
 International
 13 Feb 19, 12:21 PM
 201           
 0
 13 Feb 19, 12:21 PM

দিল্লিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের ধর্নায় যোগ দিয়েছেন রাহুল গান্ধী।।  

দিল্লিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের ধর্নায় যোগ দিয়েছেন রাহুল গান্ধী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে সংসদ ভবনের বাইরে তৃণমূলের ধর্নায় যোগ দিয়েছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। সংসদ ভবনে তৃণমূলের সাংসদদের পাশে দাঁড়িয়ে ঐক্য প্রকাশ করেছেন তিনি। গণতন্ত্র বাঁচাওয়ের দাবিতে আজ বুধবার সকাল থেকে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা। প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ধর্নায় বসেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেখানে অপ্রত্যাশিতভাবে হঠাৎ রাহুলকে দেখা যায়। তিনি ধর্নায় যোগ দিয়ে তৃণমূল সাংসদের সঙ্গে কথা বলেছেন। পরে সেখান থেকে চলে যান। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাহুলের এমন ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।


ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরোধিতায় সমস্ত রাজনৈতিক নেতারা একজোট হয়েছে। মোদির বিরোধিতায় যে তিনিও জোটের পক্ষেই রয়েছেন তা বোঝাতেই রাহুল গান্ধী এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডের সভাতেও তিনি আসতে না পারলেও তার হয়ে প্রতিনিধি পাঠিয়েছিলেন রাহুল। সেই নির্দেশ পেয়ে এসেছিলেন মল্লিকার্জুন খার্গে। কার্যত জোটের পক্ষে যে কংগ্রেস রয়েছে তা বোঝাতেই এই সিদ্ধান্ত কংগ্রেসের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন