News71.com
 International
 13 Feb 19, 12:21 PM
 239           
 0
 13 Feb 19, 12:21 PM

ক্রিসমাস দ্বীপের বিতর্কিত বন্দী শিবির পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।।

ক্রিসমাস দ্বীপের বিতর্কিত বন্দী শিবির পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রিসমাস দ্বীপে অবস্থিত বিতর্কিত বন্দী শিবির পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল মঙ্গলবার সমুদ্র উপকূলের কাছের দ্বীপগুলো থেকে অসুস্থ শরণার্থীরা চিকিৎসার জন্য অস্ত্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন এমন আইন পাস হওয়ার পর এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন এই আইন অস্ট্রেলিয়ার সীমান্ত নীতিকে আরো দুর্বল করে দিবে এবং মানব পাচারকারীদের উৎসাহিত করবে। ২০১৩ সাল থেকে অস্ত্রেলিয়ায় আটক শরণার্থীদের পাপুয়া নিউগিনি এবং নাউরু দ্বিপের বিভিন্ন বন্দী শিবিরে আটক রাখা হয়। এসব বন্দী শিবিরগুলোর মধ্যে অন্যতম কুখ্যাত ছিল ক্রিসমাস দ্বীপের বন্দী শিবির । যেখানে আটক শরণার্থীদের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন