News71.com
 International
 14 Feb 19, 05:14 AM
 144           
 0
 14 Feb 19, 05:14 AM

মুসলিমদের বহুল আলোচিত তিন তালাক বিল বাতিল করল ভারতের সংসদ॥  

মুসলিমদের বহুল আলোচিত তিন তালাক বিল বাতিল করল ভারতের সংসদ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বাতিল হয়ে গেছে ভারতের বহুল আলোচিত তিন তালাক বিল। সেই সঙ্গে নাগরিকত্ব বিলও বাতিল হয়েছে। রাফাল (যুদ্ধবিমান) চুক্তি নিয়ে বিরোধীরাদের হট্টগোলের করণে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় ভারতের রাজ্যসভা। ফলে বাতিল হয়ে যায় বহুল আলোচিত নাগরিকত্ব বিল এবং তিন তালাক বিল। কয়েকমাস পরেই ভারতের লোকসভা নির্বাচন। নবনির্বাচিত সরকারকে নতুন করে এই দু’টি বিল তৈরি করতে হবে ওই নির্বাচনের পর। প্রসঙ্গত, নাগরিকত্ব বিলের ব্যাপারে এখনো কিছু বলা না হলেও, ক্ষমতায় এলে তিন তালাক বিল বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস।


গত ৮ জানুয়ারি ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ মারাত্মক জটিলতার সৃষ্টি করে। সাম্প্রদায়িক প্রকৃতির এই বিলের আশ্রয়প্রার্থী তালিকা থেকে মুসলিমদেরকে বাদ রাখা হয় এবং তা কেবল পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সংখ্যালঘুদের ক্ষেত্রে সীমাবদ্ধ। বিলটিতে বলা হয়েছে, এই তিন দেশের হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি ও জৈন অভিবাসীরা মাত্র ছয় বছর ভারতে বাস করলে তাদের কোনো প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও নাগরিকত্ব পেতে পারবে। এই ব্যবস্থাটি ভারতের উত্তর-পূর্ব এলাকার গ্রুপগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন