News71.com
 International
 22 Feb 19, 05:18 AM
 113           
 0
 22 Feb 19, 05:18 AM

ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে কাঁপছে পাকিস্তান॥

ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে কাঁপছে পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পুলওয়ামাকাণ্ডে কার্যত একঘরে পাকিস্তান৷ সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব বহু দেশ৷ গত ১৪ ফেব্রুয়ারির পর পাকিস্তানকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। ভয়াবহ জঙ্গি হামলায় একের পর এক কুটনৈতিক ও সামরিক নিচ্ছে ভারত৷ শুধু হাতে নয়, পাতেও মেরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময় যে চলে এসেছে তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে দেশটি৷ আর এই ইস্যুতে পরমপরা অনুযায়ী গোটা ভারত সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক সুবে কথা বলছে। পুলওয়ামা জঙ্গি হামলায় ভারত যে চুপ করে বসে থাকবে না সেই ভয়ই এখন তাড়া করছে পাকিস্তানকে৷ জানা গিয়েছে, এলওসির কাছে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ভয় তাড়া করছে পাকিস্তানকে৷ এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমেই প্রতিবেশী এই রাষ্ট্রকে উরি হামলার প্রত্যুত্তর দিয়েছিল ভারত৷ আর এবার পুলওয়ামাকাণ্ডে ফের এমন স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান তড়িঘড়ি পিওকে সীমান্তে সতর্কতা জারি করেছে বলে সংবাদ মাধ্যমের খবর৷ পুলওয়ামার হামলার পর দেশ জুড়ে উঠেছে বদলার দাবি৷ ফের একবার পাকিস্তানের অভ্যন্তরনে সার্জিক্যাল স্ট্রাইক হোক চাইছে আপামর ভারতবাসী৷


এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে পাকিস্তানও৷ শুধু লস্কর নেতা হাফিজ সাইদকে নিষিদ্ধ করে চুপচাপ বসে নেই ইমরান খানের পাকিস্তান । ভারতীয় হামলার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি সীমান্ত বরাবর পাকিস্তান সেনাবাহিনীর মদদপূষ্ঠ জঙ্গি ঘাঁটিগুলি সরিয়ে নিচ্ছে পাক সেনা৷ উরির হামলার পর পাক ভূখণ্ডে ঢুকে এই জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে আসে ভারত৷ ভারতের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলায় ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় শহিদ হয়েছেন ৪৮ জন সিআরপিএফ জওয়ান৷ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জৈশ জঙ্গি সংগঠন৷ তারপর থেকে বদলার আগুনে জ্বলছে গোটা দেশ৷ ভারত যে এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকবে না তা আঁচ করতে পেরেছে পাকিস্তানও৷ তাদের আশঙ্কা আবারও হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত৷ যেমনটা করেছিল ২০১৬ সালে উরি হামলার পর৷ আড়াই বছর আগে হওয়া ভারতের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সর্তকতামূলক ব্যবস্থা নিল প্রতিবেশী দেশটি৷ তারই প্রথম ধাপ হিসাবে জঙ্গি শিবিরগুলি সরিয়ে নেওয়া৷ সাধারণত সীমান্তের কাছে এই শিবিরগুলি তৈরি করে পাকিস্তান৷ যাতে সুযোগ বুঝে জঙ্গিদের ভারতে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন