News71.com
 International
 18 Mar 19, 12:58 PM
 91           
 0
 18 Mar 19, 12:58 PM

ইরানের বিরুদ্ধে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না: বাগদাদ

ইরানের বিরুদ্ধে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না: বাগদাদ

আন্তৰ্জাতিক ডেস্ক: ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেদেশের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র আহমাদ আসহাফ প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই সংকল্প ব্যক্ত করেন।ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাম্প্রতিক ইরাক সফরের প্রতি ইঙ্গিত করে আসহাফ বলেন, এ সফরের ফলে ইরাক ও ইরানের সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় ঘনিষ্ঠ হয়েছে এবং দু’দেশের জনগণ আগের চেয়ে পরস্পরের আরো বেশি কাছাকাছি আসতে পেরেছে।ইরানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে বলে ওয়াশিংটন যে দাবি করেছে সে সম্পর্কে আহমাদ আসহাফ বলেন, ইরাক কখনোই প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কাজে এদেশের ভূমি ব্যবহার করতে দেবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরাকি সেনাবাহিনী বেশ কয়েক বছরের প্রচেষ্টার পর গণবাহিনীর সহযোগিতায় দেশ থেকে দায়েশ জঙ্গিদের মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে। ইরান এ কাজে ইরাককে ব্যাপক সহযোগিতা করেছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে ইরাকের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন