News71.com
 International
 15 Jan 16, 03:31 AM
 1194           
 0
 15 Jan 16, 03:31 AM

উওর কোরিয়ার হুমকি ।।আমেরিকাকে নিশ্চিন্ন করতে সক্ষম তারা......

উওর কোরিয়ার হুমকি ।।আমেরিকাকে নিশ্চিন্ন করতে সক্ষম তারা......
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া কথায় নয় কাজে বিশ্বাস করে। কোন প্রকার ফাঁকা বুলি নয় সত্যিই মাটির নীচে পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। আর এ হাইড্রজেন বোমা এতটাই শক্তিশালী যা গোটা আমেরিকাকে পৃথিবির মানচিত্র থেকে মুছে দিতে পারে। কিন্ত কাউকে হুমকি দেয়ার কোন ইচ্ছা নাই উওর কোরিয়ার। ৬ জানুয়ারির ওই পরীক্ষামুলক বিস্ফোরণে কাউকে হুমকি বা প্ররোচনা দিতে চায়নি করেনি উত্তর কোরিয়া। তারা শুধু আমেরিকা সহ গোটা পৃথিবিকে বুঝাতে চেয়েছেন তারাও পরমাণুশক্তিধর দেশ।তাদের উপর যে কোন হামলার জবাব দিতে সক্ষম তারা। এদিকে জাতিসংঘের সর্ব্বোচ সংসদ, নিরাপত্তা পরিষদ হাইড্রোজেন বোমার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করছে।উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে। খুব শীঘ্রই সে বিষয়ে একটি প্রস্তাব আনা হবে। উত্তর কোরিয়াকে ‘পরমাণুশক্তিবিহীন’ করা নিয়ে একমত নিরাপত্তা কাউন্সিলের ১৫টি দেশ। উল্লেখ্য গত ৬ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ পরীজ্ঞামুলক এ বিস্ফোরণ ঘটানো হয় আর এর সাড়ে পাঁচ ঘণ্টা পরে সরকারি টিভি চ্যানেলে ঘোষণা করা হয় হাইড্রোজেন বোমার পরীক্ষামুলক বিস্ফোরণের খবর। বিজ্ঞানীদের অভিমত পরমাণু বোমার তুলনায় হাজার গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা। কিন্তু সে হিসেবটা উত্তর কোরিয়ার ক্ষেত্রে মেলেনি। ঘটনার দিন মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.১। বিস্ফোরণে উৎপাদন হয়েছিল মাত্র ৬ কিলোটন শক্তি । উল্লেখ্য কাল সকাল থেকে কোরিয়া সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে সীমান্তবর্তী পেনিনসুলা এলাকায় B-52 বোমারু বিমান ব্যাপক বোমাবর্ষণ করেছে আমেরিকা প্রেসিডন্ট বারাক ওবামা উওর কোরিয়ার নেতা কিমকে হুমকি দিয়েছিলেন। আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে উওর কোরিয়া হাইড্রজেন বোমার পরীক্ষামুলক বিস্ফোরণের পর থেকে দৃশ্যপট দ্রুত পালাতে শুরু করেছে।দক্ষিন কোরিয়া ও আমেরিকা সহ গোটা বিশ্ব এর বিরুদ্ধে সোচচার হয়েছে।আমেরিকাতো একধাপ এগিয়ে বলেই ফেলল হাইড্রজেন বোমার বিস্ফোরণ ঘটিয়ে কোরিয়া ভুল করেছে। প্রেসিডন্ট কিমকে এর জন্য চরম মুল্য দিতে হবে। এরমধ্য গতকাল সকালে আমেরিকা ও দক্ষিন কোরিয়া যৌথভাবে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত অঞ্চল পেনিনসুলায় সামরিক মহড়ার নামে B-52 বোমারু বিমান ব্যবহার করে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। শক্তিশালী এ সকল বোমার আঘাতে প্রকম্পিত সমগ্র কোরিয়া উপদ্বীপ। সকাল থেকে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ অবস্হা বিরাজ করছে। চরম নিরাপত্তাহীনতায় পড়েছে জনসাধারণ। মানুষ শংকিত। বিশেষজ্ঞদের অভিমত সমগ্র অঞ্চলের নিরাপত্তার সার্থে উত্তেজনা প্রশমনে আশু উদ্দোগ নেয়া জরুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন