News71.com
 International
 30 May 20, 09:10 PM
 323           
 0
 30 May 20, 09:10 PM

করোনার সংক্রমণ রোধে আরো ১ মাস লকডাউন বাড়ালো প্রতিবেশী ভারত॥

করোনার সংক্রমণ রোধে আরো ১ মাস লকডাউন বাড়ালো প্রতিবেশী ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ভারতে চলমান লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ মে, শনিবার এ নির্দেশনা দেয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সারাদেশে লকডাউন থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত। তবে এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং বারও। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। আগামীকাল ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা। আর এই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এল আরও একমাসের লকডাউনের ঘোষনা। তবে এবারের লকডাউন আগের মত কঠোর হবে না, বরং যথেষ্ট শিথিল থাকবে বলে মনে করছেন দেশটির বিভিন্ন রাজ্য সরকারগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন