News71.com
 International
 04 Jun 20, 11:05 AM
 295           
 0
 04 Jun 20, 11:05 AM

এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের প্রতিরক্ষা সচিব॥

এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের প্রতিরক্ষা সচিব॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই কর্মকর্তাদের একজন হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, হালকা জ্বর হওয়ার পর প্রতিরক্ষা সচিব অজয় কুমার করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আরেকজন বলেন, ‘মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। তার অবস্থা স্থিতিশীল এবং রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি বাড়িতে থাকবেন।’


অজয় কুমার হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রথম উচ্চপদস্থ আমলা যিনি করোনায় আক্রান্ত হলেন। যদিও এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও সরকারিভাবে কিছু জানায়নি। মুখ খুলতে চাননি প্রতিরক্ষা মুখপাত্রও। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্র্মকর্তারা জানিয়েছেন, করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিবের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তাদের খোঁজ চলছে। ওই দুই কর্মকর্তা আরও জানাচ্ছেন, গত চারদিনে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানরা সম্ভবত প্রতিরক্ষা সচিবের সরাসরি সংস্পর্শে আসেননি। বুধবার নিজের দফতরে আসেননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে তার অফিসে না আসার কারণ এখনও জানা যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন