International
 29 Jun 20, 10:33 AM
 18             0

৮৩ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকতে চান রুশ প্রেসিডেন্ট পুতিন॥

৮৩ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকতে চান রুশ প্রেসিডেন্ট পুতিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবিধান সংস্কারের ঘোষণা দেওয়ার পর এক গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন। আগামী ১ জুলাই শেষ হওয়া ওই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে, পুতিন ২০২৪ সালের পর আরও দুইটি ৬ বছরের মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন। প্রেসিডেন্ট হিসেবে তার বর্তমান ক্ষমতার আমল শেষ হওয়ার পরও তিনি যাতে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেন, সেই জন্য পথ খুঁজছেন তিনি।এদিকে, ভোটের ফলাফল যে পুতিনের পক্ষেই যাবে, সেটাও প্রায় নিশ্চিত। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণেও রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে তার নিয়ন্ত্রণ এতটুকু শিথিল হয়নি। এছাড়াও তার প্রশাসনের বিরুদ্ধে ভোট জাল করার মতো অভিযোগও রয়েছে। ফলে ২০৩৬ সাল বা ৮৩ বছর পর্যন্ত ক্ষমতায় থাকার অনুমোদন পেতে পারেন তিনি।গণভোটে কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি থাকলেই কেবল সংবিধান সংশোধন করা সম্ভব। রুশ কর্মকর্তারা চলমান জন অসন্তোষের মুখেও, তাই ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তবে শুধু ভোটের কারচুপিতেই নয়, পুতিনের পক্ষে স্বতস্ফূর্ত ভোট পড়ুক সেটাও নিশ্চিত করতে চায় ক্রেমলিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')