News71.com
 International
 09 Aug 20, 09:42 PM
 316           
 0
 09 Aug 20, 09:42 PM

বৈরুত বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক সুরসক জাদুঘর॥

বৈরুত বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক সুরসক জাদুঘর॥

আন্তর্জাতিক ডেস্কঃ বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর হুমকির মুখে সেখানকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত সুরসক জাদুঘর। ধ্বংস হয়ে গেছে সেখানে সংরক্ষিত বহু দুর্লভ নিদর্শন। কর্তৃপক্ষের আশঙ্কা ক্ষতিগ্রস্ত অনেক কিছুই মেরামত অযোগ্য।বৈরুতের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম সুরসক জাদুঘর। সূর্যের আলোয় স্থাপনাটির দেওয়ালগুলো একেক সময় ধারণ করতো লাল, নীল এবং বেগুনী রং। রোদে ঝলমল করতো জানালার রঙিন কাঁচ।কিন্তু একটি বিস্ফোরণে মুছে গেছে সব রঙ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ ধাঁধানো এই স্থাপনাটি। মূল ভবনের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে সেখানে সংরক্ষিত বহু দুর্লভ নিদর্শন।তবে বেশ কিছু দুষ্প্রাপ্য শিল্পকর্ম পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও জানান জাদুঘরটির পরিচালক। ১৯১২ সালে লেবাননের নয়নাভিরাম এই স্থাপনাটি তৈরি করেন ধনকুবের নিকোলাস ইব্রাহিম সুরসক। শেষ ইচ্ছে অনুযায়ী তার মৃত্যুর পর এটিকে জাদুঘরে রূপ দেওয়া হয়। পরে ১৯৬১ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন