News71.com
 International
 17 Oct 20, 11:37 AM
 421           
 0
 17 Oct 20, 11:37 AM

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত সৌদি আরবের॥

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত সৌদি আরবের॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিন-ইসরায়েল শান্তি পরিকল্পনার রূপরেখার ভিত্তিতে তেল আবিব-রিয়াদ সম্পর্ক স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট স্টাডিজের সঙ্গে এক অনলাইন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, ১৯৮১ সালের সৌদি আরবের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি অন্তর্ভুক্ত।শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, এটি আঞ্চলিক কৌশলগত প্রয়োজনীয়তা। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক তারই অংশ।বিন ফারহান বলেন, আমরা সবসময় সম্পর্ক স্বাভাবিক করার চিন্তা করি। অবশ্যই তার আগে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র এবং ফিলিস্তিন-ইসরায়েল শান্তি চুক্তি হতে হবে।ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমঝোতার জন্য আলোচনার ওপর গুরুত্বারোপ করেন সৌদি মন্ত্রী। বলেন, ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চুক্তিই পারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে। যদি আমরা তা না পারি তাহলে পুরো অঞ্চলকে এ ক্ষত বয়ে বেড়াতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন