News71.com
 International
 23 Oct 20, 10:13 PM
 307           
 0
 23 Oct 20, 10:13 PM

করোনা চিকিৎসায় রেমডিসিভির অনুমোদন যুক্তরাষ্ট্রের।।

করোনা চিকিৎসায় রেমডিসিভির অনুমোদন যুক্তরাষ্ট্রের।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা চিকিৎসায় রেমডিসিভির ওষুধের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন -এফডিএ। পাঁচদিনের ক্লিনিকাল ট্রায়ালে রোগীর করোনামুক্তিতে এটি ব্যাপকভাবে সফল হয়েছে বলেও দাবি করা হয়। এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা চিকিৎসায় রেমডিসিভির মোটেও কার্যকর নয় বলে দাবি করা হলেও, তা প্রত্যাখ্যান করে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান।এছাড়াও, এফডিএ'র গবেষকরা জানান, একটি কার্যকর করোনার ভ্যাকসিন বাজারে এলেও, বর্ণভেদে এটি সবার ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। বিষয়টি নিয়ে তারা কাজ করছে বলেও জানানো হয়। তবে, ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন বাজারে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এফ.ডি.এ।যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জার্মানির বায়োএনটেক যৌথভাবে জাপানে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে ২০ থেকে ৮৫ বছর বয়সী ১৬০ জন স্বেচ্ছাসেবী সংগ্রহ করবেন তারা। শুধু তাই নয়, প্রতিষ্ঠান দুটি জাপানকে ২০২১ সালের জুনের মধ্যে ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার অঙ্গীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন