News71.com
 International
 24 Oct 20, 07:06 PM
 323           
 0
 24 Oct 20, 07:06 PM

জরুরি অবস্থা নিয়ে এখনই সিদ্ধান্ত জানাচ্ছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।।

জরুরি অবস্থা নিয়ে এখনই সিদ্ধান্ত জানাচ্ছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করতে রাজা সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের পাহাং-এর কুয়ানতানে তার প্রাসাদে ইয়াং দি-পারতুয়ান আগং-এর সাথে সাক্ষাৎ সত্ত্বেও প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন আজ (শুক্রবার) রাতে জনগণের কাছে সরাসরি কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন না। যাতে জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। করোনা পরিস্থিতির কারণে রাজার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানানো হলেও এই নিয়ে এখনই জনগণের কাছে কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন না বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর পাগোহ এমপি কুয়ান্তানে ইয়াং দি-পারতুয়ান সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সাথে দেখা করতে কুয়ানতানের উদ্দেশে রওনা দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারপর বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ানতানের ইস্তানা আব্দুল আজিজে আসতে দেখা যায় এবং রাজার সাথে দুই ঘণ্টার সাক্ষাতের পর তিনি চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন