News71.com
 International
 28 Oct 20, 11:19 PM
 250           
 0
 28 Oct 20, 11:19 PM

শক্তিশালী টাইফুনের কবলে ভিয়েতনাম।। ২৬ জেলে নিখোঁজ

শক্তিশালী টাইফুনের কবলে ভিয়েতনাম।। ২৬ জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’। সেন্ট্রাল ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।এটিকেদ গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন।তাদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে। টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্নস্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন