News71.com
 International
 08 Nov 20, 11:30 AM
 319           
 0
 08 Nov 20, 11:30 AM

জানুয়ারির মধ্যেই করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরুর ঘোষণা কানাডার॥

জানুয়ারির মধ্যেই করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরুর ঘোষণা কানাডার॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে জার্মানির বায়োনটেক ও কিউরভ্যাক। জানুয়ারির মধ্যে ভ্যাকসিন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে কানাডাও।হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত ধাপে থাকা রাশিয়ার করোনার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ কিনবে আর্জেন্টিনা। ভ্যাকসিন অনুমোদনের পরই তা পেতে চায় দেশটি। ২ কোটি ডোজ কিনবে আর্জেন্টিনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে এটি নিশ্চিত করা হয় বলে জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আগামী ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।আগামী জানুয়ারির মধ্যে করোনার ভ্যাকসিনের কার্যক্রম শুরু করতে চায় কানাডা সরকার। এ লক্ষ্যে ভ্যাকসিন বিতরন ও মজুদের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের কাছে দ্রুততম সময়ে ভ্যাকসিন পৌঁছে দেয়ার ব্যাপারেও গুরুত্ব দিয়েছে দেশটি। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ভ্যাকসিনের ট্রায়াল চালাবে জার্মানি। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োনটেক ও কিউভ্যাক জানায়, সংক্রমণ বাড়ায় সেখানে ক্লিনিক্যাল ট্রায়াল চালালে আদর্শ ফল পাওয়া যাবে। করোনার নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন গবেষকরা। এরমধ্যে ৫০টির মতো ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল চালাচ্ছে। আরো ৮৭টি ভ্যাকসিন প্রাণীদেহে পরীক্ষা করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে কার্যকর ভ্যাকসিন বাজারে আনার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন