News71.com
 International
 21 Nov 20, 01:16 PM
 296           
 0
 21 Nov 20, 01:16 PM

জন বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল উগান্ডা, তিন দিনে ৩৭ জন নিহত॥

জন বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল উগান্ডা, তিন দিনে ৩৭ জন নিহত॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ  পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সাধারণ নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়েইনকে গ্রেফতারের ঘটনায় চলছে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গেলো তিন দিনের দাঙ্গা-সহিংসতায় মারা গেছে কমপক্ষে ৩৭ জন। আহত হয়েছে আরও বহু মানুষ। গেলো বুধবার নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মানায় গ্রেফতার করা হয় ৩৮ বছর বয়সী সাবেক এই পপ তারকা এবং রাজনীতিবিদকে। এর পরই প্রতিবাদে রাস্তায় নামে তার সমর্থকরা। শুরু হয় সহিংস বিক্ষোভ। পরে আদালত তাকে জামিন দিলেও পরিস্থিতি এখনও থমথমে। নিরাপত্তা নিশ্চিতে দেশটির রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন