News71.com
 International
 14 Jan 21, 06:42 PM
 282           
 0
 14 Jan 21, 06:42 PM

এবার ভারতে উৎপাদিত হবে টেসলার অভিনব বৈদ্যুতিক গাড়ি॥

এবার ভারতে উৎপাদিত হবে টেসলার অভিনব বৈদ্যুতিক গাড়ি॥

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের শুরুতেই ভারতের বাজারে নতুন গাড়ি আনছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা। বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ব্যবসা শুরু করতে ইতোমধ্যে গেল সপ্তাহে বেঙ্গালুরুতে ‘টেসলা ইন্ডিয়া মোটরস এবং এনার্জি প্রাইভেট লিমিটেড’ নিবন্ধন করেছে। ফলে ভারতের বিশাল বাজারে গাড়ি বাজারজাত করণে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিলো প্রতিষ্ঠানটি।

ভারতে গাড়ি বিক্রির কার্যক্রম শুরু করতে টেসলার জ্যেষ্ঠ নির্বাহী ডেভিড জন ফিনস্টেইনসহ তিনজন পরিচালক নিয়োগ করেছেন এলন মাস্ক। গত বছরের অক্টোবরে এক টুইট বার্তায় ভারতে গাড়ি বাজারজাত করার বিষয়টি জানান টেসলার কর্ণধার এলন মাস্ক। তবে টেসলা কীভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্থানীয় কর্মকর্তারা।

কর্ণাটকের শিল্পমন্ত্রী জগদীশ শেত্তার টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, নিবন্ধিত হলেও টেসলা কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে গত মাসে ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গাডকারী স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রাথমিক পর্যায়ে বাইরে থেকে গাড়ি এনে ভারতে বিক্রি করবে টেসলা। বাজার পরিস্থিতি বুঝে ভারতে উৎপাদন শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন