News71.com
 International
 24 Jan 21, 11:00 AM
 239           
 0
 24 Jan 21, 11:00 AM

বাইডেনের শপথ অনুষ্ঠান॥ ২০০ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত

বাইডেনের শপথ অনুষ্ঠান॥ ২০০ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে গত বুধবার শপথ নেন জো বাইডেন। এ সময় যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা জারি ছিল। শপথের দিন ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্য ওয়াশিংটনে মোতায়েন ছিলেন।এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেনের ওই শপথে অংশ নেয়া ন্যাশনাল গার্ডের দেড়’শ থেকে ২’শ সদস্যের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বাইডেনের শপথ গ্রহণে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন নিরাপত্তা জারি ছিল।

ক্যাপিটল ভবনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় এক নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত হয়। সে কারণেই বাইডেনের শপথে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে নিরাপত্তা বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ন্যাশনাল গার্ডে করোনায় আক্রান্ত সদস্যের সংখ্যা বাড়তে পারে। গত কয়েকদিনে রাজধানী ওয়াশিংটনে ২৫ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন