News71.com
 International
 24 Jan 21, 06:44 PM
 217           
 0
 24 Jan 21, 06:44 PM

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে সৌদি বাহিনী॥

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে সৌদি বাহিনী॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতি বিদ্রোহীরা ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে। শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট এমন দাবির কথা জানিয়েছে। সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল-হাদাহ টেলিভিশন তাদের টুইটার পেজে এমন একটি খবর শেয়ার করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে এই সংঘাত শুরু হয়।

চলতি বছরের শুরুতে ইয়েমেনের উত্তরাঞ্চলের আল জাওয়াফ প্রদেশের নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। করোনা মহামারীর কারণে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। জবাবে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন