News71.com
 International
 07 Apr 21, 09:50 PM
 311           
 0
 07 Apr 21, 09:50 PM

ইরাকে গত ২ দিনে ৪ মার্কিন গাড়ি বহরে হামলা॥

ইরাকে গত ২ দিনে ৪ মার্কিন গাড়ি বহরে হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। আজ বুধবার ইরাকের সংবাদ মাধ্যম ‘আল-আলম আল-মুকাভিম’ জানিয়েছে, বাবিল প্রদেশের আল-নিল জেলায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বাবিল প্রদেশের আল-হিল্লায় ও জাবালা জেলায় তিনটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকালের তিনটি হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ‘কাসিমুল জাব্বারিন’ নামের একটি সংগঠন। তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন