News71.com
 International
 07 Apr 21, 09:51 PM
 335           
 0
 07 Apr 21, 09:51 PM

জর্ডানে অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল সৌদি আরব॥

জর্ডানে অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল সৌদি আরব॥

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের প্রিন্স হামজার বিরুদ্ধে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ সংক্রান্ত সব ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জর্ডান সরকার। মঙ্গলবার (০৬ এপ্রিল) বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমও এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর। এদিকে জর্ডানে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। জর্ডানের সাবেক যুবরাজ হামজা বিন হুসেইনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার অভিযোগকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে তীব্র আলোচনা-সমালোচনার মধ্যেই এ সংক্রান্ত সব ধরনের খবর প্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বিষয়টি নিশ্চিত করে জর্ডানের প্রসিকিউটর জেনারেল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন