News71.com
 International
 16 Apr 21, 01:57 PM
 553           
 0
 16 Apr 21, 01:57 PM

উইঘুরদের মর্যাদা অগ্রাধিকার ও স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সিনেটে বিল।।

উইঘুরদের মর্যাদা অগ্রাধিকার ও স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সিনেটে বিল।।

আন্তর্জাতিক ডেস্কঃ উইঘুরদের বিরুদ্ধে কঠোর মানবধিকার লঙ্ঘনের কারণে চীন সারা বিশ্বে নিন্দিত হলেও বেইজিং বিষয়টি বরবারই অস্বীকার করে আসছে। মার্কিন সিনেটর মার্কো রুবিও এবং ক্রিস কুনস চীনের অমানবিক নির্যাতনের প্রতিবাদে উইঘুরদের মর্যাদা অগ্রাধিকার ও স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সিনেটে একটি বিল উত্থাপন করেছেন।

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সহায়তার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে অনুরোধ করে একটি দ্বিদলীয় দলের নেতৃত্ব দেওয়ার পর আইনপ্রণেতারা গত ১৩ এপ্রিল এই বিলটি উত্থাপন করেন। ডেমোক্র্যাট নাগরিক কুনস এবং তার রিপাবলিকান সহকর্মী রুবিও এক বিজ্ঞপ্তিতে বলেন, 'উইঘুর মানবাধিকার সুরক্ষা আইন এবং অন্যান্য তুর্কি বা মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য আবেদন করা সহজ করে তুলবে এবং এটি আমাদের মিত্র ও অংশীদারদের একই ধরনের নীতি বাস্তবায়নে উৎসাহিত করবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন