News71.com
 International
 11 May 21, 11:26 AM
 385           
 0
 11 May 21, 11:26 AM

৮ মন্ত্রণালয় হাতে রাখলেন মমতা ব্যানার্জি।।

৮ মন্ত্রণালয় হাতে রাখলেন মমতা ব্যানার্জি।।

আন্তর্জাতিক ডেস্কঃ টানা তৃতীয়বার মন্ত্রীসভা গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মন্ত্রীসভায় বহু দায়িত্বে রদবদল হয়েছে। তবে অন্তত আটটি দফতর নিজের হাতেই রেখেছেন মমতা। আজ সোমবার রাজ্যের মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টনের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তার হাতে আগে যে দফতরগুলি ছিল সেগুলিকে ধরে রেখেই বাকি দপ্তর মন্ত্রীদের মধ্যে বন্টন করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর হাতে থাকছে স্বরাষ্ট্র ও পাহাড়, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ এবং তথ্য-সংস্কৃতি। শুধু তাইই নয়, এবারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। পার্থ, অমিত, ব্রাত্য, সুব্রত, ফিরহাদ তার পঞ্চপাণ্ডব। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ফের প্রত্যাবর্তন করছেন অমিত মিত্র। শিল্প, বাণিজ্য তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের হাতে পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দপ্তর থাকছে। অরূপ বিশ্বাস পাচ্ছেন বিদ্যুৎ। ফিরহাদ পাচ্ছেন পরিবহণ। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে বার হয়ে যাচ্ছে খাদ্য ও সরবরাহ দপ্তর। তিনি পাচ্ছেন বন দপ্তর। পরিবর্তে খাদ্য ও সরবরাহ দপ্তর পাচ্ছেন রথীন ঘোষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন