News71.com
 International
 27 Jun 16, 07:47 PM
 475           
 0
 27 Jun 16, 07:47 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমে উঠেছে ঈদের বাজার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমে উঠেছে ঈদের বাজার

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জমে উঠেছে ঈদের বাজার। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবারের ছোট-বড় সবার জন্য কম খরচে পছন্দসই ঈদের জামা-কাপড় কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছে।

শুধু নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসেই নয় বিভিন্ন অঙ্গরাজ্যেও চলছে ঈদ বাজার। গত শনিবার কানেকটিকাটের ম্যানচেস্টারে বসেছিল ঈদ বাজার। স্থানীয় সাহিত্য সংগঠন 'নন্দিনীর' চতুর্থ বছরের মত এবারও এই ঈদ বাজারের আয়োজন করেন।

বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর সহযোগিতায় জমজমাট এ ঈদ বাজারে নানা ডিজাইনের বুটিকের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, পান্জাবী, ও অলংকারে সাজানো দোকানগুলোয় বেচাকেনা চলে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এ ছাড়াও হরেক রকমের মজাদার খাবারও বেচাকেনা হয় এ মেলায়। এ ব্যাপারে নন্দিনীর কর্ণধার রওনাক আফরোজ বলেন, গত কয়েক বছরের তুলনায় এবারের দোকানের সংখ্যা অনেক বেশি। প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে তিনি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন