News71.com
 International
 27 Jun 16, 10:21 PM
 417           
 0
 27 Jun 16, 10:21 PM

লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত গ্রামে আত্মঘতী হামলায় নিহত ৫ আহত অন্তত ১৩

লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত গ্রামে আত্মঘতী হামলায় নিহত ৫ আহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্বের খ্রিষ্টান অধ্যুষিত একটা গ্রামে কয়েকটি আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সিরিয়ার সীমান্তের কাছে কা নামে গ্রামে চারটি আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছে।

আল-মানার নিউজ এজেন্সি এই হামলার জন্য কথিত ইসলামিক স্টেটকে দায়ী করছে। কিন্তু সোমবার সকালে এই হামলা কারা করেছে সে বিষয়টি এখনো পরিষ্কার না।

একজন প্রত্যক্ষদর্শী এপি বার্তা সংস্থা কে বলেছেন নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের থামাতে গেলে তাদের মধ্যে একজন হাতবোমা ছোড়ে। এরপর তারা সাধারণ মানুষের ভিড়ের মধ্যে নিজেদের সাথে থাকা বোমার বিস্ফারণ ঘটায়।

তবে এখনো বোঝা যাচ্ছে না হামলাকারীদের হামলার মূল লক্ষ্য কি ছিল। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর লেবাননের সাথে সীমান্তের এই এলাকায় অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন