News71.com
 International
 29 Jun 16, 09:55 AM
 447           
 0
 29 Jun 16, 09:55 AM

ভারতের বিহারে পরীক্ষায় প্রথম হওয়ার অপরাধে জেলে গেল কিশোরী!!!.......

ভারতের বিহারে পরীক্ষায় প্রথম হওয়ার অপরাধে জেলে গেল কিশোরী!!!.......

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলছাত্রী রুবি রাই পরীক্ষায় প্রথম হয়েছিল। কিন্তু নকলের অভিযোগ উঠেছিল রুবির বিরুদ্ধে। তারপর তাকে আবার পরীক্ষা দিতে বলা হয়। আর সেই পরীক্ষায় ফেল করে অভিযুক্ত ছাত্রীটি। তারপরেই তাকে জেলখানায় যেতে হয়। ছাত্রীটির বয়স ১৭ বছর। ভারতের বিহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে আন্ত: রাজ্য প্রথম হয়েছিল।

একটি ভিডিও ইন্টারভিউতে রুবি বলে যে, তার প্রধান সাবজেক্ট বা বিষয় ছিলো রাষ্ট্রবিজ্ঞান, যেখানে সে রান্নাবান্না নিয়ে পড়াশোনা করেছে। ‘পলিটিক্যাল সায়েন্স’ এই নামটিও সে ঠিকমতো উচ্চারণ করতে পারছিল না। তারপরই ওই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তখন কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে আবার পরীক্ষায় দিতে বলে। এবার সে পরীক্ষায় ফেল করে। তখন তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে বাতিল করা হয় তার আগের পরীক্ষার ফল।

তার দ্বিতীয়বারের জন্য যিনি পরীক্ষা নিয়েছিলেন সেই পরীক্ষক বলেছেন, তারা তার পারফরমেন্সে ‘হতবাক’ হয়েছেন। তাকে যখন ভারতীয় কবি তুলসীদাসের ব্যাপারে কিছু লিখতে বলা হয় তখন পরীক্ষার খাতায় সে শুধু লিখে “তুলসিদাস জি প্রণাম।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন