News71.com
 International
 29 Jun 16, 10:04 AM
 434           
 0
 29 Jun 16, 10:04 AM

তুরস্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জেরে ঢাকা থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়লো টার্কিশ ফ্লাইট ।।

তুরস্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জেরে ঢাকা থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়লো টার্কিশ ফ্লাইট ।।

নিউজ ডেস্কঃ তুরস্কের রাজধানি ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা অবস্থান করে তবেই ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়লো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গতকাল ইস্তাম্বুল এয়ারপোর্টে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আর তাতে কয়েকজনের প্রাণহানি ও আতঙ্কের জেরে এই বিলম্ব ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও টিকে-৭১৩ ফ্লাইটটি ছেড়ে যায় সকাল ৯টায়। ওদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকেও ইস্তাম্বুলগামী ফ্লাইটগুলো প্রাথমিকভাবে আটকে দেওয়া হয়। পরে সেগুলোও ছাড়তে শুরু করে। গতকাল এ হামলার ঘটনাটি ঘটে ।

বিশ্বের একটি অন্যতম ব্যস্ত এই বিমান বন্দরে ৩ আত্মঘাতী হামলাকারী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পরে ও একের পর এক গুলি চালায়। হামলায় ৩৬ নিহত ১৪৭ জন আহত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন