News71.com
 International
 25 Oct 21, 01:53 PM
 252           
 0
 25 Oct 21, 01:53 PM

সেনা বিদ্রোহে সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী॥ ৪ মন্ত্রী আটক

সেনা বিদ্রোহে সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী॥ ৪ মন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে গৃহবন্দী করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘিরে ফেলে। আল হাদাথ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও আল-জাজিরা।এর আগে সুদানের বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে দেশটির সেনাবাহিনী। তাদের মধ্যে চারজন মন্ত্রীও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল, সার্বভৌম কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল-ফিকি সুলেমান এবং প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ।

দেশটির চারজন মন্ত্রী ও বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাদের আটকের পরই প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করার খবর এলো। রাজনৈতিক সংকটে টালমাটাল সুদানে এখন সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে, অভ্যুত্থান ঠেকাতে নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে গণতন্ত্রপন্থী একটি গ্রুপ। স্থানীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, সুদানের রাজধানী খার্তুমে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন