News71.com
 International
 01 Dec 21, 09:31 PM
 32           
 0
 01 Dec 21, 09:31 PM

আফ্রিকার পর ব্রাজিলেও শনাক্ত হল করোনার নতুন ভার্সন ওমিক্রন॥

আফ্রিকার পর ব্রাজিলেও শনাক্ত হল করোনার নতুন ভার্সন ওমিক্রন॥

আন্তর্জাতিক ডেস্কঃলাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো করোনার নতুন ধরন ওমিক্রন। দেশটিতে এক দম্পতির শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। বুধবার (১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনভিসা এ তথ্য নিশ্চিত করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৩ নভেম্বর এক পর্যটক ও তার স্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলের সাও পাওলো শহরে যান। গুয়ারুলুস বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। তবে ব্রাজিল থেকে ফেরার আগে আবারও করোনা পরীক্ষা করা হলে তাদের শরীরে অমিক্রন শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ ঘোষণার আগের দিন ওই দুজন সাও পাওলোতে পৌঁছান। এ বিষয়ে সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ব্রাজিলে ওমিক্রনে আক্রান্ত দুজন মিশনারি। তারা আগে করোনার টিকা নিয়েছিলেন কি-না নিশ্চিত হওয়া যায়নি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত পুরুষটির বয়স ৪১। আর তার স্ত্রীর বয়স ৩৭। তারা বর্তমানে আইসোলশনে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন