News71.com
 International
 09 Jan 22, 08:28 PM
 181           
 0
 09 Jan 22, 08:28 PM

নাইজেরিয়ায় ২০০ গ্রামবাসীকে গুলি করে হত্যা॥  

নাইজেরিয়ায় ২০০ গ্রামবাসীকে গুলি করে হত্যা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের গ্রামগুলোতে সশস্ত্র ডাকাতদের গুলিতে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ওই সশস্ত্র ডাকাত দলের দুই নেতাসহ তাদের শতাধিক সদস্যকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই গ্রামবাসীর ওপর এ হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী গণসমাধির আয়োজন করার পর শনিবার বাসিন্দারা গ্রামে ফিরে আসেন। রাজ্য সরকার জানিয়েছে, হামলার সময় ৫৮ জন নিহত হয়েছেন। হামলার সময় স্ত্রী ও তিন সন্তানকে হারানো এক বাসিন্দা উম্মারু মেকারি বলেন, প্রায় ১৫৪ জনকে সমাধিস্থ করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন প্রহরীও রয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, মোট মৃতের সংখ্যা কমপক্ষে ২০০।

ক্ষতিগ্রস্ত গ্রামের একজন কমিউনিটি নেতা বালারাবে আলহাজি বলেন, আমরা এই হামলায় ডাকাতদের হাতে নিহত মোট ১৪৩ জনকে কবর দিয়েছি। কুরফা দানিয়া গ্রামের বাসিন্দা বাবান্দি হামিদু বলেন, ডাকাতরা চোখের সামনে যাকে দেখেছে তাকেই গুলি করেছে। হামিদু বলেন, ১০টি গ্রামের ১৪০ জনেরও বেশি লোককে সমাধিস্থ করা হয়েছে এবং আরও লাশের সন্ধান চলছে। কারণ অনেকে এখনও নিখোঁজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন