News71.com
 International
 09 Jan 22, 08:48 PM
 215           
 0
 09 Jan 22, 08:48 PM

পাকিস্তানে তুষারপাত॥ ২২ জনের মৃত্যু

পাকিস্তানে তুষারপাত॥ ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরি রিসোর্ট এলাকায় প্রবল তুষারপাতে আটকা পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। ওই এলাকাকে ‘দুর্যোগপ্রবণ’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে শনিবার (৮ জানুয়ারি) ডনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্যাপক তুষারপাতে পাহাড়ে আটকা পড়ে প্রায় এক হাজার গাড়ি। এরই মধ্যে আটকে পড়াদের উদ্ধারে নেমেছে দেশটির সেনাবাহিনী। অসময়ে এই ভারি তুষারপাত দেখতে গত কয়েক দিনে শহরে এক লাখের বেশি গাড়ি প্রবেশ করেছিল। এর ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টির হয়। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরাও পড়েছেন সঙ্কটে। পুলিশ জানায়, প্রচণ্ড ঠান্ডায় গাড়িতে জমে অন্তত ছয়জন পর্যটকের মৃত্যু হয়েছে। অন্যরা গাড়িতে বরফ জমে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যাওয়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন