News71.com
 International
 22 Jan 22, 10:46 PM
 216           
 0
 22 Jan 22, 10:46 PM

ফোরাত নদীর বাঁধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।।

ফোরাত নদীর বাঁধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের একটি সামরিক ইউনিট গোপনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের একটি পানির বাঁধে হামলা চালিয়েছিল। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ বিষয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর টাস্কফোর্স- নাইন ইউনিট ফোরাত নদীর তাবকা বাঁধের ওপর হামলা চালায়। মার্কিন বাহিনী বাঁধটি ধ্বংস করার জন্য বড় আকারের কয়েকটি বোমা ব্যবহার করে। এর মধ্যে অন্তত একটি বিএলইউ-১০৯ বাঙ্কার ব্লাস্টার বোমা ছিল। খুবই পুরু কংক্রিটের কাঠামো ধ্বংস করার জন্য এ ধরনের বোমা ব্যবহার করা হয়। ওই বিমান হামলায় একদিনেই সিরিয়ার ৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার পর সিরিয়া, রাশিয়া এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। তবে সিরিয়ায় মার্কিন নৌবাহিনীর তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড হামলার কথা অস্বীকার করেছিলেন। ওই সময় তিনি বলেন, ফোরাত নদীর উপর নির্মিত তাবকা বাঁধটি মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় নেই।

সূত্র: পার্সটুডে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন