News71.com
 International
 16 May 22, 01:22 PM
 581           
 0
 16 May 22, 01:22 PM

তীব্র তাপে পুড়ছে দিল্লি, তাপমাত্রা হাফ সেঞ্চুরি

তীব্র তাপে পুড়ছে দিল্লি, তাপমাত্রা হাফ সেঞ্চুরি

নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা তীব্র তাপদাহে পুড়ছে, এরইমধ্যে কোথাও কোথাও তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড হয়েছে।  ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না এই গরমের কারণে। ফলে অস্থির হয়ে উঠছে মানুষ। আর রোদের কারণে রাস্তায় বের হলে গায়ে লাগছে আগুনের তাপ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দিল্লির সফদারজং মানমন্দিরে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় আর উত্তরপশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে ৪৯ দশমিক ২ ও দক্ষিণপশ্চিম দিল্লির নাজাফগড়ে হয় ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  এদিন উত্তর প্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় বুন্দেলখণ্ড অঞ্চলের বান্দা জেলায়।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বান্দা জেলায় মে মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এটি, এর আগে ১৯৯৪ সালের ৩১ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।   বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার বৈরি আচরণের কারণে এমন তাপদাহ শুরু হয়েছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আগামী আরো দু’একদিন এ ধারা অব্যাহত থাকতে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন