News71.com
 International
 19 Jun 22, 06:03 PM
 1133           
 0
 19 Jun 22, 06:03 PM

বিশ্বে নতুন করে ভয় ধরাচ্ছে মাস্কিপক্স॥ আফ্রিকায় মৃত ৬৬

বিশ্বে নতুন করে ভয় ধরাচ্ছে মাস্কিপক্স॥ আফ্রিকায় মৃত ৬৬


নিউজ ডেস্কঃ বিশ্বে এখনও দাপাচ্ছে করোনা। এই আবহেই মাঙ্কিপক্স ক্রমেই মহামারির আকার ধারণ করছে। বিশেষত মাঙ্কিপক্স ব্যপকভাবে ছড়িয়ে পড়ছে আফ্রিকার বিভিন্ন দেশে। জানা গেছে ২০২২ সালের শুরু থেকে এখন পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশে মাঙ্কিপক্সে মৃত্যু হয়েছে ৬৬ জনের। আর এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সেন্টারস ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) ভারপ্রাপ্ত পরিচালক আহমেদ অগওয়েল অউমা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

অউমা বলেছেন, এ রোগের সংক্রমণ রোধে যদি বিশ্বজুড়ে টিকাকরণ শুরু হয়, সেক্ষেত্রে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে আফ্রিকা থেকেই এই কর্মসূচি শুরু করা উচিত। উল্লেখ্য, মাঙ্কিপক্স এক প্রকার বিরল ও স্বল্প পরিচিত ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— মধ্য আফ্রিকান ও পশ্চিম আফ্রিকান। এই রোগের উপসর্গ হিসেবে জ্বর আসে। ত্বকে ফোঁড়া হয়। সর্দি, কাশি, গলা ব্যথাও দেখা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন