News71.com
 International
 19 Jun 22, 06:12 PM
 1040           
 0
 19 Jun 22, 06:12 PM

নিজ বাড়ির সামনের সৈকতে সাইকেল চালাতে গিয়ে কুপোকাৎ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন॥  

নিজ বাড়ির সামনের সৈকতে সাইকেল চালাতে গিয়ে কুপোকাৎ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। শেষে ঘটল বিপত্তি। থামতে গিয়েই চিৎ পটাং। যদিও কারও সাহায্য ছাড়াই আবার উঠে দাঁড়ালেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং সকলকে আশ্বস্থ করে জানালেন তিনি ভাল আছেন, সুস্থ আছেন। আর নেট দুনিয়ায়এই ভিডিও ভাইরাল হয়েছে। সোস্যাল মিডিয়াতে ভিডিও আপলোডের সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট পড়তে শুরু করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। পুরো পথ সুন্দরভাবে সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পপাত ধরণীতলে মার্কিন প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘‘আমি ভাল আছি।’’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন