News71.com
 International
 14 Jul 22, 08:31 PM
 1625           
 0
 14 Jul 22, 08:31 PM

শ্রীলঙ্কার সংকটের জন্য রাশিয়াকে দায়ী করলেন জেলেনস্কি।।

শ্রীলঙ্কার সংকটের জন্য রাশিয়াকে দায়ী করলেন জেলেনস্কি।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য রাশিয়াকে দায়ী করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দক্ষিণ কোরিয়ায় এশিয়ান লিডারশিপ কনফারেন্সে অংশ নিয়ে তিনি এমনটি বলেন।  জেলেনস্কির মতে,  ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেখান থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের কারণে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য রাশিয়া দায়ী। 

জেলেনস্কি বলেন, ইউক্রেনে আক্রমণে রাশিয়া যে প্রধান কৌশলগুলো ব্যবহার করেছে তার মধ্যে একটি হলো দেশটিতে ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা’ সৃষ্টি করা। তার অভিযোগ, সরবরাহ ব্যবস্থাপনায় ব্যাঘাতের কারণে বেশ কয়েকটি দেশ খাদ্য ও জ্বালানির ঘাটতির সম্মুখীন হয়েছে। এতে করে রাশিয়ার অ্যাজেন্ডাই উপকৃত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যুদ্ধের ফলে বিশ্বের ৯৪টি দেশের আনুমানিক ১৬০ কোটি মানুষ অর্থ, খাদ্য, বা জ্বালানি সংকটের মতো অন্তত একটি সংকটের সম্মুখীন হয়েছে। আর সরাসারি প্রভাব পড়েছে এমন দেশগুলোর প্রায় ১২০ কোটি মানুষ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন