News71.com
 International
 15 Jul 22, 12:15 PM
 849           
 0
 15 Jul 22, 12:15 PM

পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি।।

পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতা গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় সরকার ভেঙ্গে গেল ইতালির। দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি বৃহস্পতিবার( ১৪ জুলাই) পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিবিসি জানিয়েছে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, তা শেষ হয়ে গেছে। আমি আজ সন্ধ্যায় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করব।
মারিও দ্রাগি পদত্যাগপত্র জমা দিলেও এখনো তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। প্রেসেডেন্ট ইতালির করোনাভাইরাস মহামারি পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন