News71.com
 International
 19 Jul 22, 06:36 PM
 165           
 0
 19 Jul 22, 06:36 PM

রাষ্ট্রপতি নির্বাচন।।ত্রিপুরার ভোটের বাক্স গেল দিল্লিতে

রাষ্ট্রপতি নির্বাচন।।ত্রিপুরার ভোটের বাক্স গেল দিল্লিতে

নিউজ ডেস্কঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিপুরা বিধানসভার সদস্যদের ভোট দেওয়া ব্যালট বাক্সটি মঙ্গলবার (১৯ জুলাই) দিল্লিতে নিয়ে যাওয়া হলো।  এর আগে সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ পর্ব। ভোট শেষে ব্যালট বাক্সটিকে ত্রিপুরা বিধানসভার ট্রাংরুমে কড়া প্রহরায় রাখা হয়েছিল। 

ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা কিরন গিত্যে ও রাষ্ট্রপতি নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এস মগসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্ট্রংরুম থেকে ভোটবন্দি ব্যালট বাক্স বের করা হয়। গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আগরতলা বিমান বন্দরে। পরে প্লেনে করে ভারতের জাতীয় রাজধানী দিল্লি পাঠানো হয়।  এই ব্যালট বক্সের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এস মগ নিজেও দিল্লি যান। এটি বর্তমানে দিল্লির পার্লামেন্ট ভবনে থাকবে এবং ২১ জুলাই সারাদেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এই ব্যালট বক্সের ভোট গণনা করা হবে জানিয়েছেন কিরণ গিত্যে।  তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ত্রিপুরায় মোট ৬০টি ভোট রয়েছে এর মধ্যে ৫৭টি ভোট পড়েছে এখানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন