News71.com
 International
 06 Aug 22, 01:59 PM
 200           
 0
 06 Aug 22, 01:59 PM

পাকিস্তানে বন্যায় ৫৪৯ জনের মৃত্যু।।

পাকিস্তানে বন্যায় ৫৪৯ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে গত মাস থেকে এ পর্যন্ত ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজারের বেশি বাড়িঘর। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর ইন্ডিয়াটুডের।

ভারি বৃষ্টিতে চলতি বছরের জুলাই থেকে কয়েক দফা বন্যার কবলে পড়ে পাকিস্তান। দেশটির বিভিন্ন প্রদেশে দেখা দেয়া বন্যায় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক মাসের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ আগস্ট) প্রকাশিত তথ্য বলছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশ। আর গত মাস থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় প্রায় সাড়ে ৫০০ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজারের বেশি বাড়িঘর।দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, গত এক মাসে তিন দশকের চেয়ে গড়ে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে পাকিস্তানে। ইরান ও আফগানিস্তান সীমান্তের কাছে বেলুচিস্তানে গড় বৃষ্টিপাতের চেয়ে ৩০৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন