News71.com
 International
 13 Jul 16, 03:50 PM
 488           
 0
 13 Jul 16, 03:50 PM

১০ হাজার সিরীয় শরণার্থীকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র  

১০ হাজার সিরীয় শরণার্থীকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র   

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র চলতি অর্থ বছরে সিরিয়ার ১০ হাজার শরণার্থীকে স্বাগত জানাবে। প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে তারা ১০ হাজার পর্যন্ত শরণার্থী গ্রহণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন।

সিরিয়ায় সংঘাতের কারণে দেশ ছেড়ে পালানো শরণার্থীদের আশ্রয় দেয়ার কার্যক্রম মন্থর হয়ে পড়ায় কিছু অ্যাক্টিভিস্ট ওয়াশিংটনের সমালোচনা করে। আবার, এদিকে ওবামার বিরোধীরা এসব শরণার্থীদের মধ্যে সন্ত্রাসী থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

কেরি বলেন, যুক্তরাষ্ট্রের ১০ হাজার শরণার্থী নেয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জাতিসংঘের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে এসব শরণার্থী বাছাই করে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো তা যাচাই করে দেখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন