News71.com
 International
 15 Jul 16, 04:01 PM
 512           
 0
 15 Jul 16, 04:01 PM

'সমুদ্রসীমা নিয়ে যেকোনো উসকানির চূড়ান্ত জবাব দেয়া হবে'।। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।।

'সমুদ্রসীমা নিয়ে যেকোনো উসকানির চূড়ান্ত জবাব দেয়া হবে'।। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগর নিয়ে যেকোনো ধরনের উসকানির চূড়ান্ত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং। হেগের আন্তর্জাতিক আদালত দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের দাবির বিপরীতে রায় দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বৃহস্পতিবার এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, 'যদি কেউ হেগের আদালতের রায়ের ভিত্তিতে চীনের নিরাপত্তার বিরুদ্ধে কোনো রকমের উস্কামিূলক তৎপরতায় লিপ্ত হয় তাহলে বেইজিং তার চূড়ান্ত জবাব দেবে।'

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটার মালিকানা দাবি করছে বেইজিং। ওই সাগরের অংশ বিশেষের দাবি করছে তাইওয়ান, ব্রুনাই, ভিয়তনাম, মালয়েশিয়া ও ফিলিপাইন। বিরোধীপূর্ণ সমুদ্রসীমায় প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।

ফিলিপাইনের নালিশের ভিত্তিতে গত মঙ্গলবার হেগের কোর্ট অব আরবিট্রেশন এক রায়ে দক্ষিণ চীন সাগরের একটি অংশের ওপর নিয়ন্ত্রণ ম্যানিলাকে দিয়েছে। রায়ের পরপরই চীন বলেছে, বেইজিংয়ের কাছে আদালতের এই রায়ের কোনো মূল্য নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন