News71.com
 Lifestyle
 06 Nov 16, 12:56 PM
 1166           
 0
 06 Nov 16, 12:56 PM

ইতিহাসের এই দিনে: ০৬ নভেম্বর ২০১৬

ইতিহাসের এই দিনে: ০৬ নভেম্বর ২০১৬

১৭৬৩ খ্রিস্টাব্দের এই দিনে নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।

১৮১৩ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।

১৮২২খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের বিশিষ্ট রসায়নবিদ ক্লোদ লুইস বার্তোলে পরলোকগমন করেন।

১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলার কৃষক আন্দোলনের নেতা ও ফরায়েজি বিদ্রোহের সক্রিয় সংগঠক তিতুমির ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে আব্রাহাম লিংকন মর্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৮০খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয় ঔপন্যাসিক রবার্ট মুসিলের জন্ম।

১৮৯২খ্রিস্টাব্দের এই দিনে বিমানে সর্বপ্রথম আটলান্টিক অতিক্রমকারী ব্রিটিশ বৈমানিক স্যার জন উইলিয়াম অ্যালককের জন্ম।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার বিপ্লবী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি সশস্ত্র সংগ্রাম শুরু করে।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে বেনিতো মুসোলিনি’র নেতৃত্বাধীন ইতালি-জাপান ও জার্মানীর মধ্যকার মৈত্রি চুক্তিতে যোগদান করেন।

১৯৭০খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।

১৯৭৬খ্রিস্টাব্দের এই দিনে রক্তের রিসস ফ্যাকটর আবিষ্কারক ড. আলেকজান্ডার ভাইনারের মৃত্যু।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের সাবেক স্বৈরাচারি শাসক রেজা শাহর পদলেহী সামরিক শাসক জেনারেল আযহারির ক্ষমতা গ্রহণের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় বয়ে যায়।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে কথাশিল্পী শাহেদ আলীর মৃত্যু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন